বিতে কিছু জিনিস মুছে দেওয়া হয়েছে।
আজ আমাকে নক করলো সে নিজেও গ্রাফিক্স ডিজাইনার
যাইহোক নতুন গ্রাফিক্স ডিজাইন শিখেই অমনি সবাই নেমে পড়ে মার্কেটপ্লেসে বিড দিতে রাত নাই দিন নাই শুধু বিডিং চলছে পারে শুধু প্রিন্ট ডিজাইন তারপর ও লোগোর বিড দিচ্ছে, আরে ভাই এখন থামেন ভাল পোর্টফোলিও না থাকলে কোন কাজ পাবেননা।
আপনি যদি কোন বিল্ডিং বানাতে চান আপনি কি নতুন পাশ করে বের হইছে এমন কাউকে দিয়ে কাজ করাবেন? নাকি অভিজ্ঞ ইঞ্জিনিয়ার দিয়ে বিল্ডিং বানাবেন?
উত্তর: অবশ্যই অভিজ্ঞ।
হ্যা কিন্তু নতুন পাশ করে বের হয়ছে সে ভাল ডিজাইন করে বেশ কিছু ডিজাইন করেছে।আপনি তার ডিজাইন দেখলেন প্রায় বিল্ডিং ডিজাইন পছন্দ হচ্ছে আপনার তখন আপনি ভাববেন এই ছেলেকে একটু সুযোগ দেয়া যায় কম টাকায় করানো যাবে এবং ভালোইতো কাজ পারে।
উত্তর: অবশ্যই অভিজ্ঞ।
হ্যা কিন্তু নতুন পাশ করে বের হয়ছে সে ভাল ডিজাইন করে বেশ কিছু ডিজাইন করেছে।আপনি তার ডিজাইন দেখলেন প্রায় বিল্ডিং ডিজাইন পছন্দ হচ্ছে আপনার তখন আপনি ভাববেন এই ছেলেকে একটু সুযোগ দেয়া যায় কম টাকায় করানো যাবে এবং ভালোইতো কাজ পারে।
অনলাইনে ও ঠিক একই অবস্থা
আপনি যদি টপ ৫ আইটি সেন্টার থেকে গ্রাফিক্স কোর্স করে হাইফাই ডিজাইনের সার্টিফিকেট নিয়ে বের হোন.. আর যদি ভাবেন সার্টিফিকেট দিয়ে অনেক কাজ হবে, তাহলে ভুল ভাববেন আপনি গ্রাফিক্স ডিজাইনার আপনি পরিচয় সার্টিফিকেটে নয় আপনার পরিচয় আপনার ভাল পোর্টফোলিও থাকা আপনার ডিজাইনগুলোর ভাল প্রেজেন্টেশন করা।
behance,dribbble এ আপনার সেরা ডিজাইন আপলোড করা।