খুব শিগগির বাজারে আসছে মাইক্রোসফ্ট নোকিয়ার আল্ট্রা-লো বাজেট স্মার্টফোন। নিজের ওয়েবসাইটে নোকিয়া ১৩০ লঞ্চের কথা ঘোষণাও করে দিয়েছে সংস্থাটি। সবচেয়ে চমকে দেওয়ার মতো খবর হলো, এই ফোনে ৩৬ দিনের ব্যাটারি ব্যাকআপ থাকবে। তবে কখন লঞ্চ হবে এবং কোথায় পাওয়া যাবে, সে ব্যাপারে কোম্পানির তরফে এখনও কিছু বলা হয়নি। তবে মনে করা হচ্ছে, খুব শিগগির এই আল্ট্রা-লো বাজেট স্মার্টফোন বিশ্ব এবং ভারতীয় বাজারে চলে আসবে। এই ফোনের ডুয়েল সিম ভেরিয়েন্টও ওয়েবসাইটে দেখা গিয়েছে। এই ফোনের ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো। সিঙ্গল সিম ফোনে ৩৬ দিনের এবং ডুয়েল সিম ফোনে ২৬ দিনের স্ট্যান্ডবাই টাইম পাওয়া যাবে। সে ক্ষেত্রে, মিউজিক এবং ভিডিও প্লেয়ের জন্য এই ফোন একটি ভালো বিকল্প।