গুগল গুগলে দ্রুত তথ্য খোজার কিছু ফর্মুলা

প্রতিদিন ইন্টারনেট ব্যবহার করি কিন্তু তথ্য খোজার জন্য গুগল ব্যবহার করি না এমন লোক খুব কম আছে। গুগলে কোন তথ্য খোজ করলে দেখা যায়, আপনার দরকারি তথ্য ছাড়াও আপনার দরকার নেই এমন সব তথ্য এসে যায় বা আপনি যেই তথ্য চাচ্ছেন তা সহজে এবং দ্রুত খুঁজে পাচ্ছেন না। কিন্তু আপনি কিছু ফর্মুলা ব্যবহার করে সহজে আপনার দরকারি তথ্যটি খুঁজে পেতে পারেন।
দ্রুত তথ্য খোজার কিছু ফর্মুলা গুগলে দ্রুত তথ্য খোজার কিছু ফর্মুলা
নিচের ফর্মুলাগুলো ব্যবহার করে সহজে আপনার দরকারি তথ্যটি খুঁজে পেতে পারেন:
ফর্মুলাঃ ১। “link: domain
উদাহরণ: link: www.earntunes.com
কাজ: এই ফর্মুলাটি দিয়ে আপনি সহজে আপনার ব্লগ বা ওয়েবসাইট অন্য কোন পেজের সাথে যুক্ত আছে তা জানতে পারবেন।
ফর্মুলাঃ ২। “related: domain
উদাহরণ: related: technology.com
কাজ: ফর্মুলাটি দিয়ে আপনি সহজে যেকোনো ওয়েবসাইট-এর সম্বন্ধযুক্ত ওয়েবসাইট খুঁজে পেতে পারেন।
ফর্মুলাঃ ৩। “site: domain
উদাহরণ: site: www.earntunes.com
কাজ: ফর্মুলাটি দিয়ে আপনি সহজে যেকোনো ওয়েবসাইটের কয়টি পেজ  গুগলে ইনডেক্স আছে জানতে পারবেন।
ফর্মুলাঃ ৪। “allinurl:search term
উদাহরণ: allinurl: Bangladesh
কাজ: এই ফর্মুলাটি ব্যবহার করলে, গুগল আপনাকে হুবহু ওই ফলাফল গুলাই দেখাবে, যেগুলার url এ আপনার লিখা সার্চটার্মটি আছে।
ফর্মুলাঃ ৫। “allintitle: search term
উদাহরণ: allintitle: Step By Step SEO Tutorial
কাজ: এই ফর্মুলাটি ব্যবহার করলে, গুগল আপনাকে হুবহু ওই ফলাফল গুলাই দেখাবে, যেগুলার টাইটেলে আপনার লিখা সার্চটার্মটি আছে।
আশা করি ফর্মুলাগুলা আপনাদের কাজে লাগবে। যদি কোন কিছু না বুঝে থাকেন অনুগ্রহ করে কমেন্টে আমাকে জানাবেন।