সাবধান সাবধান – আপনি যদি অনলাইনে একটিও পর্নোগ্রাফি দেখেন তাহলে এর ব্রউসিং ইতিহাসে আপনার নাম ও পরিচয় সারা বিশ্বের কাছে উন্মুক্ত হয়ে যাবে

অনেকেই আছেন যারা লুকিয়ে পর্নোগ্রাফি দেখেন, কিন্তু এখন থেকে পর্নোগ্রাফি দেখার আগে খুব বশি সাবধান থাকুন কারন আমেরিকান একজন জনপ্রিয় ব্লগার কিছু বিশ্লেষণ করে সতর্ক করে দিয়ে বলেছেন, আপনি যদি অনলাইনে একটি পর্নোগ্রাফি দেখেন তাহলে এর ব্রউসিং ইতিহাসে আপনার নাম ও পরিচয় সারা বিশ্বের কাছে উন্মুক্ত হয়ে যাবে।
সান ফ্রান্সিসকোর একজন সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার ব্রেট টমাস তার ব্লগে লিখেছেন, ২০১৫ সালের মাঝা মাঝি সময়ে কেউ যদি ছদ্মবেশেও একটি পর্ন সাইটে প্রবেশ করে পর্ন ভিডিও বা ছবি দেখে তাহলে তার পরিচয় পর্ন সাইটের ইতিহাসে পাওয়া যাবে।
২০১৪ সালে হ্যাকাররা ১৩ হাজারেরও বেশি এক্সবক্স ও প্লে-স্টেশন হ্যাক করে। এছাড়াও অনলাইনে কেনা-কাটা ও ব্যাংকিং লেনদেন করার জন্য অনেকে ব্যাংক হিসাবের পাসওয়ার্ড আদান প্রদান করেন। যার কারণে অনেকে হেকিংয়ের স্বীকার হয়।
ব্রাউজার ব্যবহারকারীকে শনাক্ত এবং বেনামী ইন্টারনেট ব্যবহারকারীদেরও সম্ভাব্য পরিচয় পাওয়া যাবে। গত বছর ফোরচান নামক একটি ওয়েব সাইট থেকে একশো’র বেশি তারকার পর্ন ছবি চুরি করা হয়।
টমাস তার ব্লগে আরো লিখেছেন, যদি পর্ন সাইটে এই হ্যাকার শনাক্তের পদ্ধতি চালু করা হয় তাহলে বিতর্কের ঝড় ওঠার সম্ভবনা রয়েছে। তাই নিজের সম্মান নিজে ধরে থাকুন এবং বন্ধুদের প্লিজ লিখাটি শেয়ার করুন। ধন্যবাদ।