আসসালামালাইকুম সবাইকে
আজকে আমি আপনাদেরকে এমন একটি টেকনলজির কথা বলব যা দিয়ে অতি সহজে এবং কম মূলধনে আপনি ইন্টারনেট সেবা প্রদানকারী হয়ে যেতে পারেন। বর্তমানে কম বেশী সবাই ইন্টারনেট ব্যাবহার করেন। যা হতে পারে আপনার আয়ের একটি উৎস।আমারা সবাই ওয়াইফাই এর কথা জানি কিন্তু আপনি কি জানেন ওয়াইফাই এর মাধ্যমে আপনি বাণিজ্যিক ভাবে ইন্টারনেট সেবা প্রদান করতে পারেন। বর্তমানে আমাদের দেশে মাত্র তিন চার হাজার টাকাই ভালো মানের স্মার্টফোন পাওয়া যায়। আপনি অতি সহজে এবং অতি কম টাকায় বাণিজ্যিক ভাবে ইন্টারনেট প্রদান করতে পারেন। ওয়াইফাই এর মাধ্যমে ইন্টারনেট সার্ভিস মোবাইল এর থ্রিজি সার্ভিস থেকে ১০০% ভালো। মোবাইল কোম্পানির আয়ের প্রধান উৎস হল কথা বলা তাই তারা ডাটা সার্ভিস এর প্রতি এত আগ্রহী নয়। তা ছাড়া থ্রিজি প্যাকেজ গুলু অনেক দামি যা আমাদের দেশের মানুষের জন্য বহন করা অনেক কষ্টসাধ্য। আপনি ওয়াইফাই এর মাধ্যমে যারা স্মার্টফোন ব্যাবহার করেন এবং যারা ল্যাপটপ, নোটবুক, নোটপ্যাড, পিসি ব্যাবহার করেন তাদেরকে আপনি হাইস্পিড ইন্টারনেট প্রদান করতে পারবেন। বর্তমানে বিটিআরসি খুব সহজে আইএসপি লাইসেন্স প্রদান করে আর যেহেতু ওয়াইফাই স্পেকট্রাম ফ্রী তাঁর জন্য আপনাকে অতিরিক্ত টাকা দিতে হবে না।
ওয়াইফাই এর মাধ্যমে ইন্টারনেট প্রদান করবেন আপানার যা যা লাগবে…
১) একটি উঁচু বিল্ডিং (যে এলাকাায় করবেন ওই এলাকার মধ্যে সবচে উঁচু অথবা আপনি টাওয়ার বসাতে পারেন) আর একটি ছোট রুম ।
২) ওয়ারলেস অ্যাক্সেস পয়েন্ট ৩৬০ডিগ্রি (আপনার চারদিকে)
৩) বিলিং সার্ভার (কাস্টমারদের অ্যাকাউন্ট মানেজ করার জন্য)
৪) একটি পিসি
৫) একটি রাউটার
৬) আইপিএস, ইউপিএস
কিভাবে আপনার সার্ভিস প্রদান করবেন
আপনার টাওয়ার থেকে ২৪ ঘণ্টা ওয়ারলেস সিগনাল ট্রান্সমিট হবে যা ওই এলাকার সব স্মার্টফোন ল্যাপটপ থেকে আপানার সার্ভিস ব্যাবহার করতে পারবে। আপানার নেটওয়ার্ক এর কানেকট হয়ার সাথে সাথে এই রকম একটি পেজ আসবে…
এই লগইন আপনি আপনার পছন্দমত ডিজাইন করতে পারবেন। আপানর কাস্টমাররা এই লগইন পেজ থেকে সমস্ত তথ্য পেয়ে যাবে। Price-এ ক্লিক করলে একটি মূল্য তালিকা চলে আসবে। Registration-এ ক্লিক করলে এই রকম একটি পেজ আসবে…
আগ্রহী কাস্টমাররা তাদের তথ্য গুলু পূরণ করার সাথে সাথে চলে আসবে আপনার কাছে।