রিমোর্ট কন্ট্রোল মাউচ আমরা সবসময়ই ব্যবহার করি। কিন্তু এবার দেশের প্রযুক্তি বাজারে যুক্ত হয়েছে তাইওয়ানের বায়োস্টার এইচ-৬১এমএইচ মডেলের ১০০% সলিড ক্যাপাসিটর মাদারবোর্ড।
নতুন এই মাদারবোর্ডের বৈশিষ্ট্য হচ্ছে এটি ইন্টেল ১১৫৫ সকেটের অর্থাৎ দ্বিতীয় প্রজন্মের ইন্টেল সেন্ডিব্রিজ ও টারবো বুস্ট টেকনোলজি সমৃদ্ধ কোরআই ৭/৫/৩ প্রসেসর সাপোর্টেড, ২ চ্যানেল ডিডিআর-৩ ১৩৩৩ যা সর্বোচ্চ ৮জিবি র্যাম সাপোর্টেড, ২টি পিসিআই এক্সপ্রেস ১.০ ও পিসিআই এক্স১৬ স্লট, ২টি পিসিআই স্লট, ৪টি সাটা ২.০, ৬টি ইউ.এস.বি-২ পোর্ট, মাল্টি ডিসপ্লে-ভিজিএ/ডিভিআই/এইচডিএমআই আউটপুট, সাপোর্ট ফুল হাইডেফিনেশন ভিডিও, রিয়েলটেক গিগাবিট লেন ও ৬ চ্যানেল এইচডি অডিও।
এ ছাড়া অপশনাল হিসেবে রয়েছে বায়োস্টার রিমোট কন্ট্রোল, যার মাধ্যমে পিসি অন/অফ মিডিয়া প্লেয়ারে গান শোনা ডিভিডি/ফটো দেখা ইত্যাদি কাজ করা যায়। এর বাজার মূল্য মাত্র ৪ হাজার ৭০০ টাকা।